আপনি কি বাংলাতে গ্রাফিক ডিজাইন শিখতে চান?
হ্যালো, আমি ইন্দ্রনীল প্রামানিক, আমি আপনাদের গ্রাফিক ডিজাইনের প্রতিটা জিনিস শেখাব। আপনি ফটোশপ এর প্রথম ক্লাস দিয়ে শুরু করতে পারেন। ধীরে ধীরে আপনিও ফটোশপকে নিজের আয়ত্তে আনতে পারবেন। আমার ইচ্ছা আছে পরবর্তীতে এডোবি প্রিমিয়ার প্রো , এডোবি আফটার এফেক্ট , এডোবি অডিশন ,এডোবি ক্যারেক্টর এনিমেটর এর ওপর ভিডিও আনবো। এছাড়া মোবাইল দিয়ে কিভাবে আপনি এডিট করতে পারবেন সেটাও খুব সহজে শেখাবো। আমি বিগত ১০ বছরের বেশি সময় ধরে গ্রাফিক ডিজাইনের সঙ্গে যুক্ত। আমি এই ১০ বছরে যা শিখেছি আপনাদের খুব সহজে শেখাবো।